বার্তা ডেস্ক /
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।আজ ১৬ আগষ্ট সকাল ১১টায় উপজেলা বিএনপির বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের
সভাপতি ও সম্পাদক ও বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। এ সময় কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন-এতদিন ছিলো আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ, এখন হবে নির্বাচন কেন্দ্রিক সমাবেশ । নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের তৈরি করতে হবে। ৫ আগস্টের পরে নেতাকর্মীরা যদি কোন ভুল বা অন্যায় করে থাকেন এ জন্য জনগনের কাছে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে আপনাদের হয়ে আমি ক্ষমা চাইবো। তবুও ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করতে হবে।