কাঠালিয়ায় বি এন পির দায়িত্বশীল সমাবেশ ও ৩১ দফা বিতরন - কাঠালিয়া সংবাদ ২৪

বার্তা ডেস্ক /

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।আজ ১৬ আগষ্ট সকাল ১১টায় উপজেলা বিএনপির বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের

 সভাপতি ও সম্পাদক ও বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। এ সময় কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন-এতদিন ছিলো আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ, এখন হবে  নির্বাচন কেন্দ্রিক সমাবেশ । নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের তৈরি করতে হবে। ৫ আগস্টের পরে নেতাকর্মীরা যদি কোন ভুল বা অন্যায় করে থাকেন এ জন্য জনগনের কাছে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে আপনাদের হয়ে আমি ক্ষমা চাইবো। তবুও ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করতে হবে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আহসান উল্লাহ আহসান।

এ সময় বক্তব্য রাখেন-বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামিম সিকদার, বিএনপি নেতা মোঃ শাহনেওয়াজ আকন গেন্দু, গোলাম কবির ঝন্টু, মোঃ সোহেল সিকদার,  চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ কুদ্দুস, আমুয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ জাকির হোসেন গোলদার, শৌলজালিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ কিরন মাহমুদ, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ অলিউর রহমান মুন্সী, কাঠালিয়া উপজেলা বি এন পির গনশিক্ষা বিষয়ক সম্পাদক  প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

0/Post a Comment/Comments