কাঁঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় দাখিল পরীক্ষার দু'টি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থী ও ৫জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) আরবী ২য় পত্র পরীক্ষায় দিন অসদুপায় অবলম্বনের দায়ে তাদের এ অব্যাহতি প্রদান করা হয়।
এরমধ্যে কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১জন পরীক্ষার্থী ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৩ জন পরীক্ষার্থী। এছাড়া কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ২জন কক্ষ পরিদর্শক ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ৩জন কক্ষ পরিদর্শককে পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।