কাঠালিয়ায় ঈদে গরীবদের মুখে হাসি ফোটালো দারিদ্র্য বিমোচন তহবিল (দা বি ত)

বার্তা ডেস্কঃ
ঝালকাঠির কাঠালিয়া মরিচবুনিয়া দারিদ্র্য বিমোচন তহবিলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন ২০২৫ অনুষ্ঠান ২৯ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সংগঠনের  সাধারন সম্পাদক মাওলানা মনিরুজ্জামান মন্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।প্রায় ২০০ জন গরীব ও অসহায় দরিদ্রকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক হাজী আলমগীর হোসেন, প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন হাওলাদার, ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যান পরিষদের সভাপতি মোঃ হেলাল, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাইনউদ্দীন, খাদেমুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফরিদুল আলম, সমাজসেবক মোশারফ শরীফ, সৌদি প্রবাসী ফয়সাল, সহকারী শিক্ষক স্বজল সিকদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিদ্র্য বিমোচন তহবিল এর সভাপতি ও মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সমাজসেবক নিজাম উদ্দিন হাওলাদার। তিনি সমাজের সকল ধনাঢ্য ব্যক্তিদের গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

0/Post a Comment/Comments