‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ঝালকাঠিতে গৃহবধূর স্বর্ণালঙ্কার-টাকা ছিনতাই

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ ব্যবহার করে এক গৃহবধূর কাছ থেকে তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনা ঘটে ১৯ মার্চ, রাজাপুর উপজেলার পূর্ব রাজাপুরের বাসিন্দা বাবুলের (৬২) স্ত্রীর রোজিনা বেগমের (৫০) সাথে।

 ঘটনার সময় গৃহবধূটি ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত এক ধরনের ড্রাগের প্রভাবে বাসা থেকে দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার এনে ছিনতাইকারীদের দিয়ে দেন। রোজিনার স্বামী বাবুল জানান, তিনি ১৯ মার্চ ঝালকাঠি ডিসি অফিসে কিছু কাজে যান এবং দুপুর ১২টার দিকে বাসায় ফিরে এই চুরির ঘটনা জানতে পারেন। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং রাজাপুর থানা-পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। ভুক্তভোগী গৃহবধূ রোজিনা বেগম জানান, তিনি ১৮ মার্চ ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলেছিলেন। 

১৯ মার্চ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে অগ্রণী ব্যাংকের দিকে রওনা দেন। পথে তিনি দেখেন দুটি মোটরসাইকেল আরোহী তার কাছে আসেন এবং কোলাকুলি করে। তারা তাকে বলে, “আপনাকে পাওয়া তো ভাগ্যের ব্যাপার।” এরপর এক ব্যক্তি রোজিনার সামনে এসে তাকে কিছুটা প্রলুব্ধ করে এবং তার কাছ থেকে রঙিন পাথর দেখিয়ে নাকের কাছে নিয়ে আসে। পাথরের ঘ্রাণ তাকে অসুস্থ করে তোলে এবং তাকে তার বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে আসতে বলে। রাজাপুর থানা-পুলিশ এর ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছে। ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ নামক ড্রাগটি মূলত স্কোপোলামিন নামেও পরিচিত। এটি একটি সিনথেটিক ড্রাগ, যা প্রাকৃতিকভাবে ধুতরা ফুল থেকে তৈরি হয় এবং এটি সাধারণত মানুষের মনকে হিপনোটাইজ করার জন্য ব্যবহৃত হয়। এই ড্রাগটি ব্যবহার করে অপরাধীরা সহজেই মানুষকে বশীভূত করে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে পারে। স্কোপোলামিন বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ড্রাগগুলোর একটি হিসেবে পরিচিত, বিশেষ করে এর ব্যবহারের অন্ধকার দিকগুলোর কারণে।



0/Post a Comment/Comments