বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ভান্ডারিয়া- কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহি পরিবহনের চাপায় আবু তালুকদার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃ’ত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বান্ধাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলের ছবি |
মৃত আবু তালুকদার ওই ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের পুত্র এবং বান্ধাঘাটা বাজারের মুদি ও মনোহারির ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে এসে কাঠালিয়ার দিকে যাওয়ার সময় বান্ধাঘাটা বাজার সংলগ্ন সড়কে আবু তালুকদারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান বান্ধাঘাটা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাড়ির সন্নিকটে ঢাকা থেকে ছেড়ে আসা আমুয়াগামী একটি যাত্রীবাহী পরিবহন পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনাযর পর এলাকাবাসী রাস্তা বন্ধ করে দেয় এতে ৩/৪ ঘন্টা ধরে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করেন।