কাঠালিয়ায় বজ্রপাতে ১ নারীসহ ঝালকাঠিতে মোট ৪ জনের মৃত্যু


ঝালকাঠির কাঠালিয়ায় কালবৈশাখী ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে হেলানা বেগম (৪৪) নামের এক গৃহবধু’র মৃত্যু হয়েছে।

আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত গৃহবধু ওই গ্রামের মৃত্যু আলম গাজীর স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন। স্থানীয় সুত্রে জানাগেছে, আজ রোববার দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় ওই গৃহবধু বাড়ীর পাশের মাঠে গরু আনতে যায়। গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।


এছাড়াও বজ্রপাতে জেলার রাজাপুরের পশ্চিম বড়ইয়া গ্রামের রুহুল আমিন (৫৭), ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম(৩৬) ও ঝালকাঠি আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মাহিয়া আক্তার ঈশানা (১১) এর মৃত্যু হয়।


ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন। কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে এরা ব্রজপাতে নিহত হয়েছেন।

0/Post a Comment/Comments