কাঁঠালিয়ায় খেলার মাঠে রক্তাক্ত শিক্ষার্থী

বার্তা ডেস্কঃ



ঝালকাঠির কাঁঠালিয়ায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে এসে রক্তাক্ত হলেন আরিফ বিল্লাহ নামের এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মাঠে বার্ষিক শীতকালিন ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগীতা চলাকালিন সময় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আযিম। আহত শিক্ষার্থী উপজেলার পশ্চিম শৌলজালিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষার্থী ও শৌলজালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো.কবির হোসেন হাওলাদারের ছেলে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঠে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকরা হামলাকারিদের চিনতে কেউই পারেনি। আহত শিক্ষার্থী আরিফ বিল্লাহ জানান, আজ বৃহস্পতিবার সকালে খেলাধুলার জন্য মাদ্রাসা থেকে অন্যান্য প্রতিযোগীদের সাথে উপজেলা পরিষদ মাঠে আসি। প্রথমে দুইশ মিটার দৌড়ে অংশে নেই। দৌড়ের এক পর্যায় কোন এক প্রতিযোগী পিছন থেকে আমাকে ল্যাং মারে। এতে আমি মাঠে পড়ে যাই। পায়ে ব্যাথা পাওয়ায় মাঠের এক কোনে বসে খেলাধুলা দেখছিলাম। হঠাৎ ১০/১২ জন উঠতি বয়সি ছেলেরা আমাকে চা খেতে ডাকে। যেতে না চাইলে আমাকে জোর করে ধরে নেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করলে এক পর্যায় একজন আমার মাথার পিছনে শক্ত কিছু একটা দিয়ে আঘাত করে। এতে আমার মাথার পিছন ফেটে যায়। । কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছে না ওই শিক্ষার্থী। খেলাধুলায় অংশ গ্রহনকারি শিক্ষার্থী মো.জাহিদুল ইসলাম ক্ষোভ ও ভয়ে জানান, মাঠে এতো গুলো মানুষের মধ্যে এ ধরনের ঘটনা ঘটায় আমরা আতংকিত। ওই মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম পলাশ জানান, তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর উপজেলা পর্যায় ৫ শিক্ষাথী বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে। আমি মাঠের পুর্ব পাশে ছিলাম হঠাৎ খবর পেয়ে আহত শিক্ষার্থীর কাছে আসি এবং স্থানীয়ভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আযিম জানান, খবর পেয়ে দ্রুত ওই শিক্ষার্থীর কাছে ছুটে যাই। এবং চিকিৎসার জন্য পাঠাই। এতে খেলাধুলার ওপর কোন প্রভাব পরবে না। মাঠে নজরদারী বারানো হয়েছে। বিষয়টি দুঃখজনকও বলেও তিনি জানান। এ বিষয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা বলে যে, খেলার মাঠে এধরনের ঘটনা আর যেন ভবিষ্যতে না ঘটে সে জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন জানান, শুনলাম মাঠে এক শিক্ষার্থীর মাথায় কেউ আঘাত করেছে। বিষয়টি খেলাধুলা না পারিবারিক সেটা খতিয়ে দেখা হচ্ছে। থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


0/Post a Comment/Comments