কাঠালিয়ায় নতুন কারিকুলামে ৭ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু

বার্তা ডেস্কঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আগামীর প্রজন্মকে দক্ষ অভিজ্ঞ জনশক্তিতে রুপান্তরিত করতে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ৮ম - ৯ম শ্রেনীর নতুন কারিকুলামের ৭ দিন ব্যাপী প্রশিক্ষন ১৭ ডিসেম্বর রবিবার সকাল ৯ ঘটিকার সময় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৩৮ টি মাধ্যমিক বিদ্যালয়,ও ৩০ টি মাদ্রাসার বিষয় ভিত্তিক শিক্ষকগন ১১ টি বিষয় করে মোট দুই শ্রেনীতে ২২ টি বিষয়ের উপর প্রশিক্ষন শুরু হয়। এতে ২৫ জন মাষ্টার ট্রেইনারের মাধ্যমে মোট ৫৮৩ জন শিক্ষককে প্রশিক্ষন দেয়া হবে। প্রশিক্ষন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন ।এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার আজিম, সহকারী প্রোগ্রামার মোঃ ইসরাফিল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম খান,ভেন্যু প্রধান কাঠালিয়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুজিবুর রহমান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম লিটন, মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার। এ প্রশিক্ষন প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষন প্রদান করা হবে এবং ২৭ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষন চলবে।উল্লেখ্য গত বছর ৬ ষ্ট ও ৭ম শ্রেনীতে নতুন কারিকুলাম চালু হয়েছে।

0/Post a Comment/Comments