![]() |
খেলা ডেস্কঃ এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এই সিরিজটি শান্তর জন্য একরকম পরীক্ষা হচ্ছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য একটি চ্যালেঞ্জ হচ্ছে। মাত্র তিন দিন পরেই তাকে ‘লেটার মার্কস’ দিয়ে দেওয়া হয়েছে! দ্বিতীয় দিনে মাঠের অধিনায়কত্বে দক্ষতার ছাপ রেখেছিলেন। এবার ব্যাট হাতে যা করে ফেললেন, বাংলাদেশের আর কোনো অধিনায়কই তো তা পারেননি আগে।
বাংলাদেশের হয়ে টেস্ট নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরির প্রথম কীর্তি গড়লেন শান্ত। অধিনায়কের এই অনন্য ইনিংসে ড্রেসিং রুমেও এখন রোশনাই। দিনের শুরুতে যে আক্ষেপটুকু ছিল লিড না পাওয়ায়, সেসবও একরকম মুছে গেছে শান্তর ইনিংসের দ্যুতিতে। দিনের শেষটা বাংলাদেশের জন্য যতটা আনন্দময়, শুরুটা ছিল ততটাই হতাশার। তাদের লিড নেওয়ার আশা পিষ্ট করে নিউ জিল্যান্ডের রান বাড়িয়ে নেন কাইল জেমিসন ও টিম সাউদি। ধারহীন বোলিং ও রক্ষণাত্মক মাঠ সাজানোকে কাজে লাগিয়ে দুই কিউই পেসার অনায়াসেই দলকে এনে দেন লিড। প্রথম ঘণ্টায় ১৭ ওভারে ৫০ রান যোগ করেন দুজন।