বার্তা ডেস্কঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
বিএনপির সঙ্গে ১৯৭৮ সাল থেকে যুক্ত থাকলেও অবশেষে দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর।
সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, আজকে থেকে বিএনপির সব পদ থেকে আমি বিদায় নিলাম।
এর আগে, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পান।
উল্লেখ্য, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
এদিকে ২৩ নভেম্বর আওয়ামী লীগের প্রার্থীতার চুড়ান্ত তালিকা প্রকাশ করলে সেখানে সাবেক এমপি বজলুল হক হারুন এর নাম প্রকাশ করা হয় সে মতে তিনি ৩০ নভেম্বর মনোনয়ন দাখিল করেন তবে নৌকার মাঝি কে হবেন সে অপেক্ষায় দলীয় নেতা-কর্মীরা।