বার্তা সম্পাদকঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তারামনি চক্রবর্তী (৬৫) নামের এক বৃদ্ধা মানবীর মরণ হয়েছে। সোবাবার রাতেরবেলা উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মধ্য আওরাবুনিয়া (৮নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তারামনি চক্রবর্তী ওই গ্রামের মৃত চমৎকার চক্রবর্তীর স্ত্রী ও তিন মেয়ের জননী।
![]() |
প্রতিকী ছবি |
আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার জানান, সোমবার রাত ৮টার দিকে বৃদ্ধা তারামনি চক্রবর্তী তার বাড়ির সামনের পথে বের হলে ১টি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধ্বাক্কা দেয়। এ টাইম তিনি ছিটকে পরে গিয়ে মারাত্মক আঘাতগ্রস্থ হন। পরে স্থানীয় লোকজন রাজাপুর থানা শরীর কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল মহাবিদ্যালয় ক্লিনিকে গ্রহণ করে হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।