কাঠালিয়ায় মটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

বার্তা সম্পাদকঃ 

ঝালকাঠির কাঠালিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তারামনি চক্রবর্তী (৬৫) নামের এক বৃদ্ধা মানবীর মরণ হয়েছে। সোবাবার রাতেরবেলা উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মধ্য আওরাবুনিয়া (৮নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তারামনি চক্রবর্তী ওই গ্রামের মৃত চমৎকার চক্রবর্তীর স্ত্রী ও তিন মেয়ের জননী।

প্রতিকী ছবি

আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার জানান, সোমবার রাত ৮টার দিকে বৃদ্ধা তারামনি চক্রবর্তী তার বাড়ির সামনের পথে বের হলে ১টি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধ্বাক্কা দেয়। এ টাইম তিনি ছিটকে পরে গিয়ে মারাত্মক আঘাতগ্রস্থ হন। পরে স্থানীয় লোকজন রাজাপুর থানা শরীর কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল মহাবিদ্যালয় ক্লিনিকে গ্রহণ করে হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

0/Post a Comment/Comments